ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর পঞ্চম সাব-মেন্যুটি হল Export Personal Data সাব-মেন্যু। ওয়েব ব্রাউজারের সার্চ বক্স থেকে http://localhost/foodpagla/wp-admin/export-personal-data.php লিংকে গিয়ে ব্রাউজারের উইন্ডোতে Tools মেন্যুর Export Personal Data সাব-মেন্যুটি প্রদর্শন করা যায় বা আনা যায়।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগের কোন ব্যাবহারকারী বা user এর ব্যাক্তিগত বা persional তথ্য বা data গুলো export বা ডাউনলোড করার জন্য Tools মেন্যুর Export Personal Data সাব-মেন্যুটি ব্যাবহার করা হয়।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Export Personal Data সাব-মেন্যুটি দেখুন।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Export Personal Data সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।
ওয়ার্ডপ্রেস এর 4.9.6 সংস্করণ বা version এ এই Export Personal Data সাব-মেন্যুটি যুক্ত করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগের কোন ব্যাবহারকারী বা user এর ব্যাক্তিগত বা persional তথ্য বা data গুলো export বা ডাউনলোড করার জন্য Tools মেন্যুর Export Personal Data সাব-মেন্যুটি ব্যাবহার করা হয়। এই সাব-মেন্যুটি ই-মেইল এর মাধ্যমে request করার পরে একটি জিপ ফাইল তৈরি করে যা .zip ফরম্যাটের হয়।
এই ব্যাক্তিগত বা persional তথ্য বা data গুলো ওয়ার্ডপ্রেস এবং ইন্সটল করা প্লাগ-ইন গুলো থেকে সরবরাহ করা হয়।