ওয়ার্ডপ্রেস পরিচিতি - Wordpress Introduction
ওয়ার্ডপ্রেসের ইতিহাস
ওয়ার্ডপ্রেস (wordpress.org) হল একটি ফ্রী
open-source content management system ( CMS )
যা পিএইচপি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস মুলত একটি ব্লগ তৈরি করার পদ্ধতি হিসেবে তৈরি করা হলেও, বর্তমানে এটি প্রায় সকল ধরনের ব্লগ ও ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করা
হয়। বর্তমানে ৬০ মিলিয়ন এর বেসি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে তৈরি করা হয়েছে, বর্তমানে ওয়ার্ডপ্রেস হল সবচেয়ে জনপ্রিয়
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS.
ওয়ার্ডপ্রেস এর সৃষ্টিকর্তা আমেরিকান ডেভেলপার
Matt Mullenweg
এবং ইংলিশ ডেভেলপার
Mike Little দ্বারা ওয়ার্ডপ্রেস উন্মুক্ত
করা হয়, ২৭ মে, ২০০৩ সালে।
GPLv2 (or later) license
এর আওতায় ওয়ার্ডপ্রেস প্রকাশ করা হয়।
ওয়ার্ডপ্রেস এর ইতিহাস সম্পর্কে উইকিপিডিয়া থেকে আরও জানতে
WordPress
ওয়েব পেজটি ব্রাউজ করুন।
wordpress এর সুবিধা
- Wordpress সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ free তে পাওয়া যায়, যা wordpress.org নামে পরিচিত, যদিও এর একটি বাণিজ্যিক বা commercial সংস্করণ (worepress.com) আছে।
- Wordpress এর অনেক ফ্রী থিম এবং প্লাগ-ইন খুব সহজেই পাওয়া যায়,
- Wordpress ব্যাবহার করে ছোট থেকে বড় যে কোন রকম ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা যায়।
- Wordpress সম্পূর্ণ ভাবে seo বান্ধব অর্থাৎ এতে seo এর অনেক কাজ খুব সহজেই করা যায়, এর জন্য খুব বেসি seo সংক্রান্ত জ্ঞানের প্রয়োজন হয় না,
- Wordpress এর নিরাপত্তা বা security খুব উন্নত, হ্যাক করা প্রায় অসম্ভব।
- খুব সহজেই কোন থিম পরিবর্তন করা যায়,
- সকল আধুনিক সুযোগ-সুবিধা wordpress এ পাওয়া যায়, যেমন - social sharing options, responsive website design ইত্যাদি।
- wordpress ব্যাবহার করে তৈরি করা ওয়েবসাইট গুলোর কন্টেন্টগুলো কম অভিজ্ঞতা সম্পন্ন যে কেও খুব সহজেই কাস্টমাইজ করতে পারেন।
wordpress এর অসুবিধা
- অনেক বেসি প্লাগ-ইন ব্যবহার করা হলে ওয়েবসাইট এর স্পীড কমে যায়,
- Wordpress কে আপডেট করার সময়, আগের কোন কোন তথ্য বা data হারিয়ে বা delete হয়ে যাবার সম্ভাবনা থাকে,
শেয়ার করুন
