ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর প্রথম সাব-মেন্যুটি হল Available Tools সাব-মেন্যু। ওয়েব ব্রাউজারের সার্চ বক্স থেকে http://localhost/foodpagla/wp-admin/tools.php লিংকে গিয়ে ব্রাউজারের উইন্ডোতে Tools মেন্যুর Available Tools সাব-মেন্যুটি প্রদর্শন করা যায় বা আনা যায়।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Available Tools সাব-মেন্যুটি দেখুন।
নিচে ওয়ার্ডপ্রেস এর Tools মেন্যুর Available Tools সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।
এই সাব-মেন্যুতে প্রথমেই একটি converter দেখা যায়। ক্যাটাগরি গুলোকে ট্যাগে রুপান্তর বা convert করা বা এর বিপরীত কাজ অর্থাৎ ট্যাগ গুলোকে ক্যাটাগরিতে রুপান্তর বা convert করার জন্য ওয়ার্ডপ্রেস এর Available Tools সাব-মেন্যুটি ব্যাবহার করা হয়।