Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Plugins মেন্যু, Plugin Editor সাব-মেন্যু


Plugin Editor সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Plugin মেন্যুর তৃতীয় সাব-মেন্যুটি হল Plugin Editor সাব-মেন্যু। এই সাব-মেন্যু ব্যবহার করে বাবহ্রিত অর্থাৎ ইন্সটল করা প্লাগ-ইন গুলো সম্পাদনা বা edit করা যায়।

নিচে ওয়ার্ডপ্রেস এর Plugins মেন্যুর Plugin Editor সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Plugins মেন্যুর Plugin Editor সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।


Notification

Plugin Editor সাব-মেন্যুর প্রথমেই একটি Notification বক্স দেখা যায়, এই Notification বক্সে বাবহ্রিত থিম সংশ্লিষ্ট বহুল বাবহ্রিত ও জনপ্রিয় বিভিন্ন প্লাগ-ইন সম্পর্কে তথ্য দেয়া হয়। যেমন দেখুন, Notification বক্সে Contact Form 7 এবং One Click Demo Import নামে 2টি প্লাগ-ইন সম্পর্কে বলা হয়েছে।

পূর্বেই এই Contact Form 7 নামের প্লাগ-ইন টি ইন্সটল করে দেখান হয়েছে।


এডিটর

Notification বক্সের নিচে বড় একটি টেক্সট এরিয়া অর্থাৎ এডিটর আছে, এখানে বাবহ্রিত প্লাগ-ইনটির ফাইল গুলো সম্পাদনা বা edit করা যায়। Select plugin to edit নামের ড্রপডাউন লিস্ট থেকে প্রথমে বাবহ্রিত প্লাগ-ইন গুলোর থেকে একটি প্লাগ-ইন প্লাগ-ইন নির্ধারণ করতে হয় এবং তারপরে Plugin Files অংশ থেকে সেই নির্ধারিত প্লাগ-ইন এর ফাইলটি নির্ধারণ করতে হয়।

ফাইল এর কোড গুলো সম্পাদনা বা edit হলে পরে   Update File   বাটনটি ব্যবহার করে সার্ভারে ফাইলটি সংরক্ষণ বা save করে দিতে হয়।


ওয়ার্ডপ্রেস প্লাগইন

কোন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে দরকারি এরকম ২১টি ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন এর নাম ও লিংক নিছে দেখুন।