ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর অন্তর্গত ৬ টি সাব-মেন্যু আছে, এগুলো হল General, Writing, Reading, Discussion, Media, Permalinks এবং Privacy
ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যু থেকে ওয়েবসাইট এর সাধারন কিছু settings করা যায়, যেমন Site Title, Tagline, WordPress Address (URL), Site Address (URL), Timezone, Date Format, Time Format ইত্যাদি।
নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যুটি দেখুন।
নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর General সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন।
ওয়েবসাইট এর Title নির্ধারণ করা যায় এখান থেকে।
এখান থেকে ওয়েবসাইট এর জন্য কোন স্লোগান নির্ধারণ করা যায়।
ওয়েবসাইট বা ব্লগে কোন Timezone বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে UTC+0 পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।
ওয়েবসাইট বা ব্লগে কোন Date Format বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে month Date, Year অর্থাৎ উদাহরণ স্বরূপ 10 May, 2020 এই ফরম্যাটটি পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।
ওয়েবসাইট বা ব্লগে কোন Time Format বাবহ্রিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। এখানে hours:Minute am/pm অর্থাৎ উদাহরণ স্বরূপ 12:35 pm এই ফরম্যাটটি পূর্ব-নির্ধারিত বা default ভাবে নির্ধারণ করা থাকে।
কোন দিন থেকে সপ্তাহ সুরু হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। পূর্ব-নির্ধারিত বা default ভাবে Monday নির্ধারণ করা থাকে।