লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আমাদের প্রথমে একটি ডাটাবেজ তৈরি করতে হবে। এর জন্য XAMPP কন্ট্রোল প্যানেল থেকে MySQL এর পাসের Admin বাটনে ক্লিক করলে ওয়েব ব্রাউজারে phpadmin পেজটি আসবে অথবা ওয়েব ব্রাউজারে সরাসরি লোকাল সার্ভারের phpadmin ওয়েব লিংকটি দিয়েও এই পেজটি চালু করা যায়। এর জন্য নিচের ওয়েব অ্যাড্রেসটি ব্রাউজারে দিতে হবে।
http://localhost/phpmyadmin/
এর ফলে নিচের মত ওয়েব পেজটি ব্রাউজারে আসবে এবং এখান থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য একটি ডাটাবেজ তৈরি করতে হবে।
এখন এখান থেকে Databases এ ক্লিক করলে নিচের মত অপশন গুলো আসবে এখানে একটি ডাটাবেস তৈরি করতে হবে।
এখানে কেবল ডাটাবেস এর নাম দিতে হবে এবং তারপর create বাটনে ক্লিক করতে হবে। আমরা এখানে ডাটাবেস এর নাম দিয়েছি mywebsite, তাহলেই লোকাল সার্ভারে mywebsite নামে একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে।