Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Settings, Media - Wordpress Settings, Media


Media সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর পঞ্চম সাব-মেন্যুটি হল Media সাব-মেন্যু। এখান থেকে ওয়েবসাইট বা ব্লগে বাবহ্রিত ছবি গুলোর আকার বা size নির্ধারণ করা হয়।

Media সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল Thumbnail size, Medium size,Large size এবং Uploading Files.

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর Media সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর Media সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন। এখানে সব কিছু পরিবর্তন করার পরে   Save Changes   বাটনে ক্লিক করে save করতে হয়।


Thumbnail size

ওয়েবসাইট বা ব্লগের বিভিন্ন স্থানে বাবহ্রিত Thumbnail গুলোর আকার বা size এখান থেকে নির্ধারণ করা হয়। পূর্ব-নির্ধারিত বা default ভাবে এখানে প্রস্থ বা width 150px এবং উচ্চতা বা height 150px নির্ধারণ করা থাকে।


Medium size

কোন আকার বা size এর ছবিকে Medium size হিসেবে বিবেচনা করতে হবে তা এখান থেকে নির্ধারণ করা হয়। এখানে পূর্ব-নির্ধারিত বা default ভাবে এখানে সর্বচ্চো প্রস্থ বা Max width 300px এবং সর্বচ্চো উচ্চতা বা Max height 300px নির্ধারণ করা থাকে।


Large size

কোন আকার বা size এর ছবিকে Large size হিসেবে বিবেচনা করতে হবে তা এখান থেকে নির্ধারণ করা হয়। এখানে পূর্ব-নির্ধারিত বা default ভাবে এখানে সর্বচ্চো প্রস্থ বা Max width 1024px এবং সর্বচ্চো উচ্চতা বা Max height 1024px নির্ধারণ করা থাকে।


Uploading Files

আপলোড করা ছবি গুলো কে মাস বা month এবং বছর বা year নির্ভর ফোল্ডার তৈরি করে রাখা হবে কিনা তা এখান থেকে নির্ধারণ করা হয়। পূর্ব-নির্ধারিত বা default ভাবে এটা নির্ধারিত থাকে।