সমস্ত সার্চ ইঞ্জিনে ওয়েব সাইটের ইউআরএল (URL) সাবমিট করা উচিৎ। বিখ্যাত সব সার্চ ইন্জিন যেমন - Google, Yahoo, Bing ইত্যাদিতে ওয়েব সাইটের ইউআরএল (URL) অবশ্যই সাবমিট করা প্রয়োজন।
গুগলে সাইটের URL সাবমিট করার জন্য নিচের লিংকে যান -
http://www.google.com/addurl/
এখানে URL বক্সে সাইটের URL এবং comments বক্সে সাইট সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা দিয়ে Add URL বাটনে
ক্লিক করলেই গুগল ওয়েব সাইটটি crawl করা শুরু করবে।
ইয়াহুতে ওয়েব সাইটের URL সাবমিট করার জন্য নিচের লিংক অনুসরণ করতে হবে -
http://www.addurlyahoo.com/siteekle.asp
এখানে গিয়ে category subcategory সিলেক্ট করে URL সাবমিট করতে হয়।
বিং সার্চ ইন্জিনে ওয়েব সাইটের URL সাবমিট করার জন্য নিচের লিংক অনুসরণ করতে হবে -
http://www.bing.com/webmaster/SubmitSitePage.aspx
এই লিংকে গিয়ে সাইটের ঠিকানা টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।