যে কোন ওয়েব সাইটের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল নেভিগেসন। তবে লক্ষ্য রাখতে হবে তা যেন জটিল না হয়।
Home Page বা মুল পাতা ভিত্তিক নেভিগেশন তৈরী করাই ভালো। ইউজার যেন হোম পেজ থেকে ওয়েব সাইটের সব
পেজে যেতে পারে এবং সে যেন বুঝতে পারে যে এখন সে কোন পেজে আছে। এজন্য breadcrumb পদ্ধতি ব্যবহার
করা যেতে পারে।
বিষয়টি আরও ভালো ভাবে বোঝার নিচের ছবিটি দেখুন -
ইউজার যদি URL এর কোন নির্দিষ্ট অংশ মুছে দিয়ে অন্য কোন ডিরেক্টরি বা পেজে যেতে চায় তাহলে যেন যেতে পারে।
এখানে যেন 404 error page not found এসব এরর না দেখায়।
সাইটের নেভিগেশনের জন্য অর্থ্যাৎ এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য টেক্সট লিংক ব্যাবহার করা সর্বোত্তম কারন
এতে করে Bing Search Engine ওয়েব সাইটকে ভাল করে বুঝতে পারে।
নেভিগেশন যদি জাভাস্ক্রিপ্ট ফ্লাশ বা ড্রপডাউন মেনু দিয়ে করেন তাহলে Google Search Engine সহ অনেক Search Engine এই পরিস্থিতিতে হয়রান হয়ে যায়।
এমনকি অনেক Search Engines সেসব ওয়েব সাইট crawl করতেই পারে না। তাই নেভিগেশন যদি জাভাস্ক্রিপ্ট ফ্লাশ বা ড্রপডাউন মেনু দিয়ে করেন তাহলে সে বিষয়ে লক্ষ্য রাখুন।