Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

৩০১ রিডাইরেক্ট


সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে ৩০১ রিডাইরেক্ট হল একটা গুরত্বপূর্ন জিনিস।


একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে তাহলে গুগল এখানে সব ঠিকানাগুলিকে আলাদা আলাদা ধরবে। এরফলে সার্চ রেজাল্টে এর বিরুপ প্রভাব পড়বে কারন ডুপ্লিকেট কন্টেন্ট।

সবচেয়ে মারাত্নক হচ্ছে সব সাইটের দুটি করে অটোমেটিক ঠিকানা হয়ে যায় যেমন www.odesk.com এবং www.upwork.com যদিও এখানে সাইট একটি কিন্তু গুগল এখানে দুটি সাইট মনে করে তাই এখানে এই রিডাইরেকশন করা জরুরী। হয় আপনি www.odesk.com থেকে রিডাইরেক্ট করে www.upwork.com এ করে দিতে পারেন না হয় এর উল্টোটা করতে পারেন।

এটা htaccess ফাইল দিয়ে করা যায়, সিপ্যানেল থেকেও করা যায়। নিচে www.odesk.com টাইপ করলে www.upwork.com এ চলে যাবে (৩০১ রিডাইরেক্ট হবে) এই পদ্ধতিটি দেখানো হল -

উদাহরণ দেখুন

Options +FollowSymLinks
R ewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} ^odesk\.com$ [NC]
RewriteRule ^(.*)$ http://www.upwork.com/$1 [L,R=301]



url redirect icon

এখানে ক্লিক করে কোন্ পেজ থেকে কোন্ পেজে রিডাইরেক্ট করতে চান তা উল্লেখ করে দিয়ে Add বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।

url redirect demo