গুগল ওয়েবমাস্টার টুলের মেনুতে সার্চ অ্যাপারেন্স মেনুর পরেই আছে সার্চ ট্র্যাফিক মেনু।
সার্চ ট্র্যাফিক মেনুতে যে সকল সাব-মেনু আছে তা হল - Search Analytics, Links to Your Site, Internal Links, Manual Actions, International Targeting এবং Mobile Usability.
সার্চ ট্র্যাফিক মেনুতে যে সকল সাব-মেনু আছে তা হল সব থেকে গুরুত্বপূর্ণ সাব-মেনুটিই হল Search Analytics. এই সুবিধাটির মাধ্যমে সার্চ সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্য পাওয়া যায়।