হোস্টিং বাংলা টিউটোরিয়াল - Hosting Bangla Tutorials
কোন ওয়েব সাইট ইন্টারনেটে দৃশ্যমান করার জন্য ওয়েব সাইটটিকে একটি ওয়েব সার্ভার এ হোস্ট করতে হবে।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি ?
- ওয়েব হল সমস্ত বিশ্বের কম্পিউটারগুলোর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক,
- ওয়েবে সংযুক্ত সমস্ত কম্পিউটার একটি অন্যটির সাথে যোগাযোগ করতে পারে,
- সমস্ত কম্পিউটার একটি অন্যটির সাথে যোগাযোগ করার জন্য এইচটিটিপি নামে একটি প্রোটকল ব্যাবহার করে।
ডব্লিউডব্লিউডব্লিউ(www) কিভাবে কাজ করে ?
- ওয়েব হল সমস্ত বিশ্বের কম্পিউটারগুলোর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক,
- ওয়েবে সংযুক্ত সমস্ত কম্পিউটার একটি অন্যটির সাথে যোগাযোগ করতে পারে,
- সমস্ত কম্পিউটার একটি অন্যটির সাথে যোগাযোগ করার জন্য এইচটিটিপি নামে একটি প্রোটকল ব্যাবহার করে।
ব্রাউজার কিভাবে একটি ওয়েব পেজ পায়?
- ব্রাউজার অনুরোধ বা request এর মাধ্যমে একটি ওয়েব পেজ পায়।
- একটি অনুরোধ বা Request হল একটি http request যা কোন ওয়েব পেজের অ্যাড্রেস ধারন করে।
- একটি অ্যাড্রেস দেখতে সাধারণত এ রকম হয় - http://www.example.com/default.htm.
ব্রাউজার কিভাবে একটি ওয়েব পেজ প্রদর্শন করে?
- সমস্ত ওয়েব পেজই প্রদর্শনের জন্য কতগুলো নির্দেশনা ধারন করে,
- ব্রাউজার এই নির্দেশনাগুলো অনুসারে বিভিন্ন কন্টেন্ট প্রদর্শন করে,
- নির্দেশনাগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হল এইচটিএমএল ট্যাগগুলো,
- একটি এইচটিএমএল ট্যাগ দেখতে এ রকম হয় - <h2> This is a heading </h2>
সার্ভার কি?
- কতগুলো ওয়েব পেজের সুশৃঙ্খল সমষ্টিকেই একটি ওয়েব সাইট বলা হয়।
- ওয়েব সাইটকে ইন্টারনেটে প্রদর্শিত করার জন্য অবশ্যই সাইটটিকে একটি ওয়েব সার্ভারে সংরক্ষণ বা Save করতে হয়।
- আপনার ব্যাবহৃত কম্পিউটারটি একটি ওয়েব সার্ভার হিসেবে ব্যাবহৃত হতে পারে, যদি তা ইন্টারনেটে যুক্ত থাকে।
- তবে অধিকাংশ ক্ষেত্রে ওয়েব হস্তিং এর জন্য ISP ব্যাবহার করা হয়।
ISP কি?
- ISP এর পূর্ণরূপ হল Internet Service Provider.
- ISP আপনাকে ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- একটি প্রচলিত ISP Service বা সুবিধা হল ওয়েব হস্তিং।
- ওয়েব হস্তিং বলতে বোঝায় আপনার ওয়েব সাইটটি একটি ওয়েব সার্ভারে সংরক্ষণ করা।
- ওয়েব হস্তিং সাধারণত ইমেইল এবং ডোমেইন রেজিস্ট্রেশানের সুবিধা প্রদান করে।
ডোমেইন নাম, ডোমেইন নাম রেজিস্ট্রেশান, ইমেইল, ইকমার্স ইত্যাদি সম্পর্কে জানতে পরের অধ্যায়গুলো পড়ুন।
শেয়ার করুন