Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

হোস্টিং ইমেইল - Hosting Email


হোস্টিং প্রোভাইডাররা ইমেইল অ্যাড্রেস এবং ইমেইল সেবা দিয়ে থাকে।


ইমেইল অ্যাড্রেস

হোস্টিং প্রোভাইডাররা আপনার কোম্পানির বিভিন্ন কর্মচারীদের জন্য ভিন্ন ভিন্ন ইমেইল অ্যাড্রেস সেবা প্রদান করে। আপনার ডোমেইন নাম যুক্ত ইমেইল অ্যাড্রেস গুলো দেখতে নিচের মত হয় -
info@mycompany.com
ceo@mycompany.com
ads@mycompany.com



IMAP ইমেইল

IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol. IMAP প্রোটোকলের মাধ্যমেই ই-মেইল সার্ভার থেকে মেইল ডাউনলোড করার পূর্বেই মেইল পরতে বা দেখতে পারা যায়।


POP ইমেইল

POP এর পূর্ণরূপ হল Post Office Protocol. ই-মেইল সার্ভার থেকে ই-মেইল ডাউনলোড করতে বা ই-মেইল পরতে Post Office Protocol(POP) প্রোটোকল ব্যাবহৃত হয়।


ওয়েব নির্ভর ইমেইল

ওয়েব নির্ভর ইমেইল সেবার মাধ্যমে আপনি সরাসরি কোন ব্রাউজার এর মাধ্যমে ইমেইল সেবা ব্যাবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোন স্থান থেকে যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইমেইল পড়তে, পাঠাতে বা মুছে ফেলতে পারেন।

ওয়েব নির্ভর ইমেইল সার্ভিস এর উদাহরণ হল Gmail এবং Hotmail.


ইমেইল ফরওয়ার্ড

ইমেইল ফরওয়ার্ডিং সুবিধার মাধ্যমে আপনি স্বয়ংক্রিয় ভাবে একটি ইমেইল অ্যাড্রেসে আসা মেইলকে অন্য কোন ইমেইল অ্যাড্রেসে ফরওয়ার্ড করতে পারেন।


উদাহরণস্বরূপ বলা যায় info@mycompany.com ইমেইল অ্যাড্রেসে আসা কোন মেইল আপনি স্বয়ংক্রিয়ভাবে ceo@mycompany.com অ্যাড্রেসে ফরওয়ার্ড করতে পারেন।