Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস xampp ইন্সটল - Wordpress xampp installation


ডাউনলোড এবং install করা

Xampp সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য XAMPP Apache + MariaDB + PHP + Perl ওয়েব পেজটি ব্রাউক করতে হবে এবং সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে নিচের মত সফটওয়্যারটির আইকন দেখা যাবে।

তারপর ডাউনলোড হবার পর সফটওয়্যার আইকনটির ওপর দুবার ক্লিক করে open করতে হবে। সাধারণত কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস চালু করা থাকলে আইকনটির ওপর দুবার ক্লিক করার পর নিচের মত একটি উইন্ডো আসবে।

এখান থেকে yes নির্ধারণ করার পর নিচের মত একটি উইন্ডো আসবে।

এখানে ok নির্ধারণ দেয়ার পর নিচের মত xampp সফটওয়্যার এর install উইন্ডো আসবে।

সফটওয়্যারটি install করার জন্য Next বাটনে ক্লিক করলে নিচের মত উইন্ডো আসবে। এখানে সকল বক্স গুলো পূর্ব-নির্ধারিত বা default টিক দেয়াই থাকবে।

এখান থেকে Next বাটন নির্ধারণ করে দিলে অর্থাৎ ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো আসবে।

এখানে drive নির্ধারণ করে দিতে হবে এবং তারপর Next বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে।

এখান থেকে Next বাটনে ক্লিক করার পরে নিচের মত উইন্ডো আসবে যেখানে একটি সাধারন তথ্য বা notification থাকে।

এখান থেকে Next বাটনে ক্লিক করার পর নিচের মত উইন্ডো আসবে।

এখান থেকে Next বাটনে ক্লিক করার পর সফটওয়্যারটি install হতে সুরু করবে। তখন নিচের মত একটি উইন্ডো দেখাবে।

সবুজ রঙের progress bar টি সম্পূর্ণ হবার পর সফটওয়্যারটি install হয়ে যাবে এবং নিচের মত একটি complete উইন্ডো আসবে।

এখান থেকে Finis বাটনে ক্লিক করার পর xampp সফটওয়্যারটি চালু বা ran হবে এবং নিচের মত একটি উইন্ডো আসবে।

নিচে XAMPP এর কন্ট্রোল পানের এর বিভিন্ন বাটনের ব্যাবহার দেখুন।


Apache পরিক্ষা করা

XAMPP সফটওয়্যারটি ঠিক মত install হয়েছে এবং এর Apache ঠিক মত কাজ করছে কি না অর্থাৎ আমাদের কম্পিউটারটি লোকাল সার্ভারে পরিনত হয়েছে কিনা এবং লোকাল সার্ভারটি চালু হয়েছে কি না তা এবার আমরা দেখব।

এর জন্য প্রথমে XAMPP এর কন্ট্রোল প্যানেল থেকে Apache কে Start করে দিতে হবে। তারপর ব্রাউজারের অ্যাড্রেস বার এ গিয়ে নিচের অ্যাড্রেস লিখতে হবে এবং সার্চ করতে হবে অর্থাৎ enter করতে হবে।

http://localhost/dashboard/

এখন আমাদের সব কিছু যদি ঠিক থাকে তবে ব্রাউজারে নিচের মত একটি ওয়েব পেজ আসবে।


MySQL পরিক্ষা করা

এবার আমরা MySQL অর্থাৎ ডাটাবেজ ঠিক মত কাজ করছে কি না তা পরিক্ষা করে দেখব। এর জন্য প্রথমে XAMPP এর কন্ট্রোল প্যানেল থেকে MySQL কে Start করে দিতে হবে।

উইন্ডোজ এর windows firewall এর কারনে নিচের মত একটি উইন্ডো আসবে, এখন এখানে access করে দিতে হবে।

তারপর ব্রাউজারের অ্যাড্রেস বার এ গিয়ে নিচের অ্যাড্রেস লিখতে হবে এবং সার্চ করতে হবে অর্থাৎ enter করতে হবে।

http://localhost/phpmyadmin/

এখন আমাদের MySQL এর সব কিছু যদি ঠিক থাকে তবে ব্রাউজারে নিচের মত একটি ওয়েব পেজ আসবে।


লোকাল সার্ভারে পিএইচপি ওয়েবসাইট

এবার আমরা আমাদের লোকাল সার্ভারে একটি সাধারন পিএইচপি ওয়েব পেজ পরিক্ষা করে দেখব। এর জন্য আমরা প্রথমে কম্পিউটারের C:\xampp\htdocs\ এই ড্রাইভে যাব এবং এখানে একটি নতুন ফোল্ডার তৈরি করব, ধরা যাক ফোল্ডারটির নাম দেয়া হল test, এখন এই test ফোল্ডারের অভ্যন্তরে একটি পিএইচপি ডকুমেন্ট অর্থাৎ ওয়েব পেজ তৈরি করব। ধরি পিএইচপি ডকুমেন্টটিকে test.php নাম এবং ফরম্যাটে save করা হল।

ওয়েব পেজের জন্য নিচের পিএইচপি কোড গুলো দেখুন।

পিএইচপি কোড

<!DOCTYPE html>
<html>
<body>
<style>
h1{font-size:5em;text-align:center;}
h2{font-size:2em;text-align:center;}
</style>
<?php
echo "<h1>websSchool.com</h1>";
echo "<h2>This is my first webpage</h2>";
?> 

</body>
</html>

এখন সব কিছু যদি ঠিক থাকে তবে ব্রাউজারের অ্যাড্রেস বারে http://localhost/test/test.php অ্যাড্রেস দিয়ে সার্চ করলে আমাদের তৈরি করা পিএইচপি ওয়েব পেজটি আসবে। নিচে পিএইচপি কোড গুলোর মাধ্যমে তৈরি হওয়া ওয়েব পেজটি দেখুন।