Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস Settings, Permalink - Wordpress Settings, Permalink


Permalink সাব-মেন্যু

ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর ষষ্ঠ সাব-মেন্যুটি হল Permalink সাব-মেন্যু। এখানে ওয়েবসাইট বা ব্লগের লিংক গুলোর গঠন বা structure বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায় অর্থাৎ এই অপশন গুলো ব্যাবহার করে URL Encodeing করা যায়।

Permalink সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল Common Settings এবং Optional.

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর Permalink সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Settings মেন্যুর Permalink সাব-মেন্যুটির বিভিন্ন অংসের বর্ণনা দেখুন। এখানে সব কিছু পরিবর্তন করার পরে   Save Changes   বাটনে ক্লিক করে save করতে হয়।


Common Settings

কোন পোস্টের লিংক গুলো সাধারন ভাবেই তৈরি হবে, নাকি তারিখ এবং নাম অনুযায়ী থাকবে, নাকি মাস এবং নাম অনুযায়ী থাকবে, নাকি সংখ্যা দ্বারা তৈরি হবে, নাকি পোস্টের নামে তৈরি হবে, নাকি অন্য কোন রকম হবে তা এখান থেকে নির্ধারণ করে দেয়া যায়। অর্থাৎ এই অপশনটি নির্ধারণ করে কিভাবে URL Encodeing করা হবে।


Optional

category অনুযায়ী পোস্টের লিংক গুলো তৈরি করতে অর্থাৎ category অনুযায়ী URL Encodeing করার জন্য এই অপশনটি ব্যাবহার করা হয়।