Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

ওয়ার্ডপ্রেস, Post মেন্যু - All Posts সাব-মেন্যু


All Posts সাব-মেন্যু

Post মেন্যুর প্রথম সাব-মেন্যুটি হল All Posts সাব-মেন্যু। এখানে ওয়েবসাইট বা ব্লগের সকল পোস্ট গুলো দেখা যায়, পোস্ট গুলো সম্পাদন বা edit করা যায়, কোন নতুন পোস্ট তৈরি করা যায়। কোন পোস্টে কত গুলো কমেন্ট করা হয়েছে, প্রতি পেজে কত গুলো পোস্ট দেখাবে ইত্যাদি এখান থেকে নির্ধারণ করা যায়। মুলত সকল post মেন্যুর সকল সাব-মেন্যু গুলোর সারমর্ম হল All Posts সাব-মেন্যু।

All Posts সাব-মেন্যুতে যে সকল অপশন থাকে সেগুলো হল Screen Options, Posts ইত্যাদি।

নিচে ওয়ার্ডপ্রেস এর Post মেন্যুর All Posts সাব-মেন্যুটি দেখুন।

নিচে ওয়ার্ডপ্রেস এর Posts মেন্যুর All Posts সাব-মেন্যুটির বিভিন্ন অপশনের বর্ণনা দেখুন।


Screen Options

Screen Options অপশন থেকে Pagination অর্থাৎ প্রতি পেজে কত গুলো পোস্ট দেখাবে তা নির্ধারণ করা যায়। এখান থেকে View Mode নির্ধারণ করা যায়।


Posts

Posts অপশনটিতে ওয়েবসাইট বা ব্লগের সকল পোস্ট গুলো দেখা যায়, পোস্ট গুলো সম্পাদন বা edit করা যায়, কোন নতুন পোস্ট তৈরি করা যায়, কোন পোস্টে কত গুলো কমেন্ট করা হয়েছে ইত্যাদি এই সকল তথ্য বা data গুলো এখান থেকে দেখা যায়।