Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

অ্যাংকর ট্যাগ


অ্যাংকর টেক্সট হচ্ছে একটা ক্লিকযোগ্য টেক্সট যেটা ইউজার দেখে এবং যার ওপর ক্লিক করে ইউজার একটা নতুন পেজে যেতে পারে।


অ্যাংকর টেক্সট লেখার নিয়ম

এটা অ্যাংকর ট্যাগের মধ্যেই অ্যাংকর টেক্সট থাকে। অ্যাংকর টেক্সট লেখার নিয়মটি হল -
< a href="url of web page.html"> অ্যাংকর টেক্সট </a>


সঙ্গতিপূর্ণ টেক্সট

এই অ্যাংকর টেক্সট এমন দেয়া উচিৎ যেটা দেখে ইউজার এবং সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে যে এই লিংকে ক্লিক করে যে পেজে যাব সেই পেজে কি ধরনের লেখা/আর্টিকেল বা কন্টেন্ট আছে।

উধাহরণস্বরূপ ধরুন ওয়েব সাইটের এই পেজের নিচে   "আমাদের সম্পর্কে "   নামে একটি লিংক আছে লক্ষ্য করে দেখূন লিংকটির লেখাগুলি পড়লেই বোঝা যাচ্ছে যে এখানে ক্লিক করলে যে পেজ আসবে সেখানে কি থাকতে পারে।
  "আমাদের সম্পর্কে "   এভাবে না দিয়ে যদি দিতাম   "এখানে ক্লিক করুন"   তাহলে কিন্তু এটা SEO friendly হোত না।

অ্যাংকর টেক্সট এমন দিবেন না, যেটার সাথে লিংকড (ক্লিক করলে যে পেজে যাবে) পেজের কোন মিলই নেই। বরং অ্যাংকর টেক্সট এমন হওয়া ভাল সেটা যেন লিংকড পেজটির সারাংশ হয় অল্প কয়েকটি শব্দের মধ্যেই।
একটা Paragraph লিখে পুরোটার উপর লিংক দিয়ে দেয়া এটা মোটেও Search Engie Friendly নয়।


টেক্সটের স্টাইলিং এর দিকে খেয়াল রাখুন

CSS ব্যবহার করে লিংকগুলোর স্টাইলিং করুন যাতে ইউজার সাধারন টেক্সট আর লিংক টেক্সটের মধ্যে পাথর্ক্য করতে পারে বা বুঝতে পারে যে এটা একটা Anchor Link. অ্যাংকর টেক্সটের স্টাইলিং করতে CSS এর alink, vlink, hover ইত্যাদি প্রোপার্টি ব্যাবহার করা যায়।