Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

আইপি উপসংহার - TCP/IP Summary


আইপি অ্যাড্রেস কোন কর্পোরেট নেটওয়ার্ক এর একটি অবিচ্ছেদ্য অংশ। আইপি ঠিকানার উপর একটি নিয়ন্ত্রণ পাবার গুরুত্ব অপরিসীম। যে কোনো বিপর্যয় যেমন - হ্যাকিং ইত্যাদি দেখা দিলে আইপি অ্যাড্রেস বিপর্যয়মূলক প্রমাণ প্রদান করতে সহায়তা করে।


আইপি অ্যাড্রেস এর প্রয়োজনীয়তা

কোন কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য আইপি অ্যাড্রেস এর প্রয়োজন। কোন মেইল প্রেরন বা গ্রহন এর জন্য কিংবা মেইল ডাউনলোড করতে আইপি অ্যাড্রেস এর প্রয়োজন। তাছাড়া বিভিন্ন ডিভাইস যেমন - প্রিন্টার ইত্যাদি নেটওয়ার্ক এর মাধ্যমে ব্যাবহার করতে আইপি অ্যাড্রেস এর প্রয়োজন রয়েছে।

বিভিন্ন সাইবার অপরাধ যেমন - হ্যাকিং ইত্যাদির মত অপরাধ দমন করতে বা সাইবার অপরাধকারীকে খুজে বার করতে আইপি অ্যাড্রেস এর গুরুত্ব অপরিসীম।