Share
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Instagram
Messenger

জাভাস্ক্রিপ্ট সংরক্ষিত শব্দ - JavaScript Reserved Words


জাভাস্ক্রিপ্টে কিছু সংরক্ষিত শব্দ অর্থাৎ reserved word বা special character আছে। এই শব্দ বা character গুলো সাধারণত জাভাস্ক্রিপ্ট কোডিং এ ব্যবহার করা হয়। তাই এই শব্দ গুলো যদি সাধারণভাবে ওয়েব পেজের সাধারণ লেখাতে ব্যবহার করা হয় তবে ব্রাউজার একে প্রোগ্রামের অংশ হিসেবে ধরে নেবে। তাই এই শব্দ গুলো জাভাস্ক্রিপ্টের বাইরে ব্যবহার করার জন্য ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়।


জাভাস্ক্রিপ্ট সংরক্ষিত শব্দ

নিচে জাভাস্ক্রিপ্টে সংরক্ষিত শব্দ অর্থাৎ reserved word গুলোর তালিকা দেখুন।

  • arguments
  • abstract
  • await
  • boolean
  • break
  • goto
  • function
  • import
  • long
  • in
  • instanceof
  • int
  • interface
  • void
  • typeof
  • package
  • null
  • new
  • this
  • throws
  • with
  • while
  • const
  • class
  • catch
  • case
  • byte
  • float
  • for
  • extends
  • false
  • finally
  • export
  • final
  • implements
  • if
  • static
  • return
  • short
  • public
  • protected
  • private
  • yield
  • char
  • double
  • else
  • enum
  • eval
  • debugger
  • default
  • delete
  • do
  • continue
  • let
  • native
  • super
  • switch
  • synchronized
  • throw
  • transient
  • true
  • var
  • try
  • volatile

সংরক্ষিত শব্দ ব্যবহার

জাভাস্ক্রিপ্টে ব্যাকস্লাস অর্থাৎ " \ " চিহ্ন ব্যবহার করে বিশেষ ক্যারেক্টার যেমন - var, true, false ইত্যাদি, নতুন লাইন, quotes এবং অন্যান্য আরও বিশেষ চিহ্ন ওয়েব পেজের সাধারণ লেখার মাঝে ব্যবহার করা যায়। এখানে ব্যাকস্লাস এর পরে লেখাটি একটি বা দুইটি কোটেশান দিয়ে শুরু বা শেষ হয়। জাভাস্ক্রিপ্টে সংরক্ষিত ক্যারেক্টারগুলো ব্যবহারের সিনট্যাক্স নিচে দেখুন।

সিনট্যাক্স


\"Special Character\"

ওপরের সিনট্যাক্স ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট এর সংরক্ষিত শব্দ অর্থাৎ reserved word গুলো ওয়েব পেজের সাধারণ লেখার মাঝে ব্যবহার করা যায়, নিচে এর একটি উদাহরণ দেখুন।

উদাহরণ


var txt="We are the so-called \"Vikings\" from the north.";
document.write(txt);

কোড এডিটর



ব্যাকস্লাসের আরও ব্যবহার

জাভাস্ক্রিপ্টে, ব্যাকস্লাস দিয়ে আরও যে সকল কাজ করা যায় তা নিচের টেবিলে দেয়া হল।

কোড আউটপুট
\' একক কোটেশান
\" ডাবল কোটেশান
\\ ব্যাকস্লাস
\n নুতন লাইন
\r ক্যারেজ রিটার্ন
\t ট্যাব
\b ব্যাকস্লাস
\f ফর্ম ফিড