সাধারণত সকল আধুনিক ওয়েব ব্রাউজার গুলোতেই জাভাস্ক্রিপ্ট পূর্ব-নির্ধারিত বা default ভাবে সক্রিয় করা থাকে। কিন্তু কিছু কিছু ওয়েব ব্রাউজারে তা নাও হতে পারে। নিচে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, অপেরাত ইত্যাদি বহুল ব্যাবহৃত ওয়েব ন্রাউজার গুলোতে জাভাস্ক্রিপ্ট সক্রিয় বা enable অথবা নিষ্ক্রিয় বা disable করার নিয়ম দেখানো হল।
Internet Explorer 6/7 এ security setting থেকে যাচাই করা যায় যে ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সচল রয়েছে কিনা। নিচে ইন্টারনেট এক্সপ্লোরারে জাভাস্ত্রিপ্ট সচল করার পদ্ধতি ধাপে ধাপে দেয়া হলো।
1 প্রথমে Tools menu তে Click করতে হবে,
2 তারপর menu হতে Internet Options নির্বাচন করতে হবে,
3 Internet Options এর Security tab এ Click করতে হবে,
4 তারপর Custom Level বাটনে Click করে security settings এ প্রবেশ করতে হবে,
5 Scroll করে Scripting section এ যেতে হবে,
6 script সচল করা জন্য Enable বাটন Select করতে হবে,
7 প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে,
8 করার জন্য Yes বাটনে Click করতে হবে।
Firefox 2 সংস্করণ বা version এর Options থেকে Content setting এ গিয়ে যাচাই করা যায় যে ওয়েব ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সক্রিয় বা enable রয়েছে কিনা। নিচে ফায়ারফক্সে জাভাস্ত্রিপ্ট সক্রিয় বা enable করার পদ্ধতি ধাপে ধাপে দেয়া হলো।
1 প্রথমে Tools menu তে Click করতে হবে,
2 তারপর menu হতে Options নির্বাচন করতে হবে,
3 Options এর Content tab এ Click করতে হবে,
4 নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে কিনা,
5 প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে।
Opera তে Preferences এর Content setting এ গিয়ে যাচাই করা যায় যে ওয়েব ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সক্রিয় বা enable রয়েছে কিনা। নিচে অপেরা ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সক্রিয় বা enable করার পদ্ধতি ধাপে ধাপে দেয়া হলো।
1 প্রথমে Tools menu তে Click করতে হবে,
2 তারপর menu হতে Preferences নির্বাচন করতে হবে,
3 Preferences এর Advanced tab এ Click করতে হবে,
4 বাম পাশের লিস্ট item হতে Content নির্বাচন করতে হবে,
5 নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে কিনা,
6 প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে।
অ্যাপল সাফারি এর Edit থেকে যাচাই করা যায় যে ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সচল রয়েছে কিনা। নিচে অ্যাপল সাফারি ওয়েব ব্রাউজারে জাভাস্ত্রিপ্ট সচল করার পদ্ধতি ধাপে ধাপে দেয়া হলো।
1 অ্যাপল সাফারি ওয়েব ব্রাউজারের Menu তে ক্লিক করুন,
2 তারপর "Edit" এবং সেখান থেকে "Preferences" নির্বাচন করুন,
3 "Preferences" উইন্ডো থেকে "Security" ট্যাব নির্বাচন করুন,
4 "Security" ট্যাব থেকে "Web content" মার্ক করুন এবং "Enable JavaScript" চেকবক্স মার্ক করুন,
5 ওয়েব পেজ refresh করতে "Reload the current page" বাটন ক্লিক করুন।